কৃষকবন্ধু প্রকল্পের লক্ষ্য কৃষকদের জন্য কৃষিকে লাভজনক করার জন্য প্রি-উৎপাদন পর্যায়ে কৃষকদের
আর্থিকভাবে সহায়তা করা।
এটি সাধারণভাবে কৃষির সার্বিক উন্নয়ন এবং বিশেষ করে কৃষকদের স্বার্থ রক্ষার দিকে পশ্চিমবঙ্গ সরকারের
একটি শক্তিশালী উদ্যোগ।
কৃষকবন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প।
এটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 2019 সালের 1শে জানুয়ারী চালু করেছিলেন।
এই প্রকল্পটি শুরু করার পিছনে মূল উদ্দেশ্য হল কৃষকদের সামাজিক নিরাপত্তা প্রদান করা এবং কৃষকের
অকাল মৃত্যুর ক্ষেত্রে আয় সুরক্ষা প্রদান করা।কৃষকবন্ধু আশ্বস্ত আয় প্রকল্পের অধীনে, কৃষকরা পাবেন:-
নিশ্চিত পরিমাণ টাকা যাদের 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি আছে তাদের জন্য প্রতি একর প্রতি
বছর 10,000/-।
নিশ্চিত পরিমাণ টাকা 1 একরের কম চাষযোগ্য জমি আছে এমন কৃষকদের জন্য প্রতি একর প্রতি বছরে
4,000/-।
কৃষকবন্ধু ডেথ বেনিফিট স্কিমের অধীনে, কৃষকের অকালমৃত্যুর ক্ষেত্রে, দাবিদার টাকা পাবেন।
2,00,000/-।পশ্চিমবঙ্গের সমস্ত কৃষক এই প্রকল্পের আওতায় সুবিধা নেওয়ার যোগ্য।
2021 সালের 17 জুন, এই প্রকল্পের নাম পরিবর্তন করে কৃষকবন্ধু (নতুন) রাখা হয়।
আর্থিক সহায়তা সরাসরি বেনিফিট ট্রান্সফার (DBT) মোডের মাধ্যমে যোগ্য কৃষকদের প্রদান করা হবে
কৃষক বন্ধু প্রকল্প 2023,কৃষক বন্ধু আবেদন, প্রয়োজনীয়
ডকুমেন্ট 2023 (Krishak Bandhu scheme 2023 )
Table of content :

- কৃষক বন্ধু প্রকল্প 2025,কৃষক বন্ধু আবেদন, প্রয়োজনীয় ডকুমেন্ট 2025: Krishak
Bandhu scheme 2025
1.1 কৃষক বন্ধু প্রকল্প কি(what is krishak bandhu scheme)
1.2 কৃষক বন্ধু প্রকল্পর উদ্দেশ্য (krishak bandhu scheme objective)
1.3 কৃষক বন্ধু প্রকল্পর সুবিধা ও বৈশিষ্ট্য (Benefit and Features of krishak bandhu
scheme)
1.4 কৃষক বন্ধু প্রকল্পর যোগ্যতা( eligibility of krishak bandhu scheme)
1.5 কৃষক বন্ধু প্রকল্পর নথিপত্র (documents for krishak bandhu scheme)
1.6 কৃষক বন্ধু প্রকল্পর অনলাইন আবেদন( krishak bandhu scheme online application)
1.7 কৃষকবন্ধু প্রকল্পের সুবিধাভোগী তালিকা কীভাবে পরীক্ষা করবেন (How to Check Krishak
Bandhu Scheme Beneficiary List)
1.8 ডেথ বেনিফিট আবেদনের দাবি ফর্ম ডাউনলোড করুন (Download Death Benefit
Application Claim Form)
1.9 কৃষক বন্ধু প্রকল্পর হেল্পলাইন নম্বর( krishak bandhu scheme helpline number)
প্রকল্পের নাম কৃষক বন্ধু প্রকল্প
রাজ্য পশ্চিমবঙ্গ
সুবিধা প্রতি একর প্রতি বছর 10,000/-
যারা পায় পশ্চিমবঙ্গের কৃষক
উদ্দেশ্য কৃষকদের সামাজিক নিরাপত্তা প্রদান করা
শুরু করেছে মমতা ব্যানার্জি
সরকারী ওয়েবসাইট http://krishakbandhu.net/
কৃষক বন্ধু প্রকল্প কি(what is krishak bandhu scheme)
কৃষকদের পাশে থাকার জন্যই এই কৃষক বন্ধু প্রকল্প । এই প্রকল্পে রাজ্য সরকার রাজ্যের কৃষকদের অনুদান
এবং মৃত্যুজনিত সহায়তা (জীবনবীমা ) সুবিধা প্রদান করেন।
ছোট-মাঝারি কৃষকদের যাতে ঋণ নিয়ে চান করতে না হয়, সেজন্য বছরে দুইবার কৃষকবন্ধু প্রকল্প-র
দ্বারা আনুদান প্রদান করে চাষিদের সাহায্য করা। বর্তমানে ১০ হাজার টাকার অনুদান প্রদান করা
হচ্ছে।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2018 সালে কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য WB
কৃষকবন্ধু প্রকল্প চালু করেছেন৷ মুখ্যমন্ত্রী এখন এই প্রকল্পটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছেন৷ 17 ই
জুন, ঘোষণা করা হয়েছিল যে এই প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা দ্বিগুণ করা হবে। আগে এক একর বা
তার বেশি জমির জন্য কৃষকরা বার্ষিক ৫০০০ টাকা পেতেন। এখন কৃষকরা বার্ষিক 10000 টাকা পাবেন|
কৃষক বন্ধু প্রকল্পর উদ্দেশ্য (krishak bandhu scheme
objective)
কৃষকবন্ধু প্রকল্পের মূল উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা। আর্থিক
সহায়তার সাথে এই প্রকল্পের অধীনে, 2 লক্ষ টাকার একটি জীবন বীমা কভারও সুবিধাভোগীদের দেওয়া
হবে। সরকার কর্তৃক প্রদত্ত আর্থিক প্রণোদনার সাহায্যে, কৃষকদের পরিবারগুলি এমনভাবে স্বাবলম্বী হবে যে
তাদের প্রয়োজনে অন্যের উপর নির্ভর করতে হবে না। পশ্চিমবঙ্গ কৃষকবন্ধু প্রকল্পের সাহায্যে কৃষকদের
আর্থিক অবস্থারও উন্নতি হবে।
উৎপাদন ইনপুট ক্রয় সহায়তা প্রদানের মাধ্যমে প্রাক-উৎপাদন পর্যায়ে কৃষকদের আর্থিকভাবে সহায়তা করা
কৃষকের অকালমৃত্যুর ক্ষেত্রে খামার-পরিবারের আয় সুরক্ষা প্রদান করা।
কৃষক বন্ধু প্রকল্পর সুবিধা ও বৈশিষ্ট্য (Benefit and
Features of krishak bandhu scheme)
প্রকল্পের অধীনে প্রত্যক্ষ সুবিধার মধ্যে সর্বাধিক টাকা পর্যন্ত চাষের জন্য আর্থিক সহায়তা
অন্তর্ভুক্ত রয়েছে। প্রতি বছর 10,000/- এবং প্রতি বছর ন্যূনতম 4,000/- প্রতি বছর খরিফ ও রবি
মৌসুমে দুটি সমান কিস্তিতে প্রাপ্য। 1 একর বা তার বেশি চাষযোগ্য জমির কৃষকরা বার্ষিক 10,000/- টাকার
সাহায্যের অধিকারী। 1 একরের কম চাষযোগ্য জমির অধিকারী কৃষকরা ন্যূনতম রুপি সাপেক্ষে প্রো-রাটা
ভিত্তিতে সহায়তা পাবেন৷ 4,000/-
প্রকল্পের “কৃষকবন্ধু ডেথ বেনিফিট” উপাদানের অধীনে, 18 থেকে 60 বছর বয়সের মধ্যে একজন কৃষকের
মৃত্যুর ক্ষেত্রে, রাজ্য সরকার এককালীন এককালীন অনুদান দেয় রুপি। শোকসন্তপ্ত পরিবারের সামাজিক
নিরাপত্তা নিশ্চিত করতে নিহতের পরিবারকে ২ লাখ টাকা।
অন্যান্য লাভ:
“কৃষকবন্ধু” প্রকল্পে নিবন্ধিত কৃষকরা খাদ্য ও সরবরাহ বিভাগ দ্বারা বাস্তবায়িত রাজ্য সরকারের ধান
সংগ্রহ প্রকল্পে অগ্রাধিকার পায়। রাজ্য সরকার কৃষকবন্ধু নিবন্ধিত কৃষকদের অন্যান্য কৃষক কেন্দ্রিক
সরকারি প্রকল্পের সুবিধা প্রসারিত করার পরিকল্পনা করছে।
কৃষকবন্ধু প্রকল্পের উপাদান
স্কিমের দুটি উপাদান রয়েছে:
ক) কৃষক বন্ধু (সুনিশ্চিত আয়) প্রকল্প – Krishak Bandhu (Assured Income) scheme – “কৃষক
বন্ধু” (সুনিশ্চিত আয়) প্রকল্পে নথিভুক্ত কৃষক (ROR) ও ভাগচাষী (recorded Bhagchasi) এক
একর বা তার অধিক কৃষিযোগ্য জমির জন্য বছরে ১০,০০০/- টাকা (আগে ছিল ৫,০০০ টাকা) সহায়তা
পাওয়ার যোগ্য। এক একরের কম জমির জন্য আনুপাতিক হারে সহায়তা পাবেন। তবে বছরে নূন্যতম
৪,০০০/- টাকা (আগে ছিল ২,০০০ টাকা)পাবেন। এই টাকা দুই কিস্তিতে পাবেন। প্রথমটি খরিফ
(Kharif) মুরশুমে ও দ্বিতীয় কিস্তি রবি (Rabi) মুরশুমে।
খ) কৃষক বন্ধু (মৃত্যুজনিত সহায়তা) প্রকল্প – Krishak Bandhu( Death Benefit) scheme – “কৃষক
বন্ধু” (মৃত্যুজনিত সহায়তা) প্রকল্পে ১৮ থেকে ৬০ বছর বয়সের কৃষক বা নথিভুক্ত ভাগচাষীর মৃত্যুতে
তাঁর আইন সম্মত উত্তরাধিকারী (রা) (legal heirs) এককালীন দুই লক্ষ টাকা সহায়তা পাওয়ার যোগ্য।
সংশ্লিষ্ট ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (BDO) আইন সম্মত উত্তরাধিকারী নির্ধারণ করে দেবেন।
কৃষক বন্ধু প্রকল্পর যোগ্যতা( eligibility of krishak bandhu
scheme)
কৃষকদের নিজ নামে কৃষিযোগ্য জমির পরচা (RoR) / পাট্টা (Patta) / বনবিভাগের পাট্টা (Forest Patta)
থাকতে হবে অথবা নিবন্ধীকৃত ভাগচাষী (recorded [in RoR] Bhagchasi) হতে হবে।
কৃষক বন্ধু প্রকল্পর নথিপত্র (documents for krishak bandhu
scheme)
যে গ্রাম পঞ্চায়েতে সর্বাধিক কৃষিজমি আছে কৃষকদের সেইখানে নিবন্ধীকৃত হতে হবে।
কৃষককে নিন্মলিখিত মূল নথি দেখাইয়া একটি করে প্রতিলিপি দরখাস্তের সাথে যুক্ত করে দিতে হবে৷
সাম্প্রতিক চাষযোগ্য জমির পরচা (Latest RoR) / বর্গা নিবন্ধীকরণের নথি (RoR recorded with
Barga) / পাট্টা (Patta Record) বা বনবিভাগের পাট্টার (Forest Patta) নথি।
বৈধ ভোটার কার্ড (আবশ্যিক)
আধার কার্ড (ঐচ্ছিক)
ব্যাঙ্ক পাসবুক / বাতিল ব্যাঙ্ক চেক
এছাড়াও পাসপোর্ট সাইজের সাম্প্রতিক একটি ছবি এবং চালু মোবাইল ফোন নাম্বার দিতে হবে।
কৃষকের দরখাস্ত গৃহীত হলে “কৃষক বন্ধু” আপের মাধ্যমে যাচাই করা হবে (ইন্টারনেট সংযোগ উপলব্ধ
হলে) এবং তাঁকে প্রাপ্তি স্বীকার রসিদ (Acknowledgement Slip) দেওয়া হবে।
কৃষক বন্ধু প্রকল্পর অনলাইন আবেদন( krishak bandhu scheme
online application)
Step #1: কৃষক বন্ধু প্রকল্প আবেদন করার জন্য খুলুন এই Official Website�� http://krishakbandhu.net/
Step #2: ওয়েবসাইট খোলার পর উপরে দেখবেন এই লগইন এ ক্লিক করুন।
Step #3: যদি আগে কখনো login করে থাকেন তাহলে username and Password দিন (যদি আপনার username ও
Password না থাকে তাহলে Sing Up এ ক্লিক করুন)
District, email id, Password, conform Password, Name, Mobile Number, ইত্যাদি লিখে ‘Submit’ করুন।
Step #4: এখন username ও password দিয়ে login করুন। Krishak Bandhu Form
আবেদন করার জন্য।
1) “দুয়ারে সরকার” শিবিরে দরখাস্তের ডিজিটাইজেশন সম্ভব না হলে (ইন্টারনেট সংযোগের অভাবে) সেটি সংশ্লিষ্ট ব্লক
কৃষি দপ্তরে “কৃষক বন্ধু” আপের মাধ্যমে ডিজিটাইজড করে একনলেজমেন্ট আই ডি সংগ্রহ করে “কৃষক বন্ধু” পোর্টালে
সংযুক্ত করা হবে।
2) সংশ্লিষ্ট সহকৃষি অধিকর্তা (Assistant Director of Agriculture – ADA) দরখাস্তের বিশদ তথ্য যাচাই করবেন।
3) দরখাস্তের সব তথ্য সঠিক হলে সহ কৃষি অধিকর্তার অনুমোদনের পরে সেটি নিবন্ধীকৃত হবে। যদি দরখাস্তের বিবরণ
সঠিক না হয় সেটি বাতিল হবে এবং দরখাস্তকারী বাতিলের কারণ এস.এম.এস (sms) এর মাধ্যমে জানতে পারবেন।
সহায়তা প্রদানের পদ্ধতি (Payment of Assistance)
1) প্রতি মুরশুমের (খরিফ বা রবি) স্থিরিকৃত একটি দিন পর্যন্ত নথিভুক্ত উপভোক্তাদের তালিকা “কৃষক
বন্ধু” পোর্টাল থেকে সংগ্রহ করে ওয়েবেল (Webel) পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাঙ্কের (West Bengal State
Co-operative Bank Ltd. – WBSCBL) কাছে সরাসরি সহায়তা প্রদানের জন্য পাঠাবেন।
2) পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাঙ্ক উপভোক্তাদের ব্যাঙ্ক একাউন্ট যাচাই করে অনলাইনে সরাসরি (DBT)
উপভোক্তাদের ব্যাঙ্ক একাউন্টে টাকা প্রদান করবেন।
3) ভুল ব্যাঙ্ক একাউন্ট সংশ্লিষ্ট সহকৃষি অধিকর্তার কাছে সংশোধনের জন্য পাঠানো হবে।
কৃষকবন্ধু প্রকল্পের সুবিধাভোগী তালিকা কীভাবে পরীক্ষা করবেন (How to
Check Krishak Bandhu Scheme Beneficiary List)
আপনি যদি স্কিমের সুবিধাভোগী তালিকা পরীক্ষা করতে চান তবে আপনি নীচে দেওয়া সহজ পদক্ষেপগুলি
অনুসরণ করতে পারেন: –
প্রথমত, 2020 সালের জন্য কৃষকবন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।
ওয়েব পেজে কৃষক বন্ধু নামের ট্যাবে ক্লিক করুন।
একটি নতুন ওয়েব পৃষ্ঠা প্রদর্শিত হবে যেখানে আপনাকে আপনার বিবরণের মাধ্যমে লগইন করতে
হবে।
আপনি আপনার বিবরণের মাধ্যমে লগ ইন করার পরে, অনুসন্ধান সুবিধাভোগীতে ক্লিক করুন।
নতুন ওয়েব পৃষ্ঠায়, আপনার ব্লক এবং জেলা নির্বাচন করুন।
অবশেষে, সুবিধাভোগীদের একটি পিডিএফ তালিকা আপনার কম্পিউটারে ডাউনলোড করা হবে।
তালিকায় আপনার নাম অনুসন্ধান করুন.
ডেথ বেনিফিট আবেদনের দাবি ফর্ম ডাউনলোড করুন (Download Death
Benefit Application Claim Form)
যোগ্য দাবিদার (গণ) “দু্যারে সরকার” (Duare Sarkar) শিবির থেকে আবেদন পত্র পাবেন। এছাড়াও
www.matirkatha.net অথবা www.matirkatha.gov.in ওয়েবসাইট থেকেও সংগ্রহ করতে পারবেন।
নিন্মলিখিত নথিসহ পূরণ করা আবেদন পত্র ঐ শিবিরে জমা দেবেন
মৃত কৃষক বা নথিভুক্ত ভাগচাষীর সচিত্র পরিচয় পত্রের প্রত্যায়িত প্রতিলিপি (ভোটার কার্ড / আধার কার্ড
/ প্যান কার্ড / পাসপোর্ট প্রভৃতি)।
মৃত ব্যক্তির মৃত্যুর শংসাপত্রের (death certificate) প্রতিলিপি৷
সংশ্লিষ্ট ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক আইন সম্মত উত্তরাধিকারী (গণ) এর শংসাপত্র দেবেন।
মৃত কৃষক বা নথিভুক্ত ভাগচাষীর নামে জমির সাম্প্রতিক পরচার প্রত্যায়িত প্রতিলিপি৷
দাবিদার (গণ) শিবিরে সরবরাহ করা স্বঘোষণা পত্র দরখাস্তের সাথে জমা দেবেন। নাবালক আবেদনকারীর
ক্ষেত্রে স্বঘোষণা পত্রের সাথে স্বাভাবিক / আইন সম্মত অভিভাবকের স্বঘোষণাপত্র পেশ করতে হবে।
ফর্মের সাথে উপরে তালিকাভুক্ত নথিগুলি সংযুক্ত করুন
আপনার জেলার সংশ্লিষ্ট ব্লকের সহকারী কৃষি পরিচালকের কাছে আবেদনটি জমা দিন।
দরখাস্ত অনুমোদনের পদ্ধতি
1) নথিসহ পরীক্ষার পরে দরখাস্তটি সম্পূর্ণ ও যথাযথ হলে সংশ্লিষ্ট সহ কৃষি অধিকর্তা আবেদনপত্রটি সেই মহকুমার সহ
কৃষি অধিকর্তা (প্রশাসন) এর কাছে পাঠাবেন।
2) সহ কৃষি অধিকর্তা (প্রশাসন) আবেদনপত্রটি যথাযথ ভাবে পরীক্ষার পর অনুমোদন করে সম্পূর্ণ তথ্যসহ সেই জেলার
উপ কৃষি অধিকর্তা (প্রশাসন) এর মাধ্যমে রাজ্যস্তরে পাঠাবেন।
3) রাজ্যস্তরে কৃষি অধিকর্তা দাবিদার (গণ) এর ব্যাঙ্ক একাউন্টে সরাসরি সহায়তা প্রদানের (DBT) জন্য পশ্চিমবঙ্গ রাজ্য
সমবায় ব্যাংকে নির্দেশ পাঠাবেন।
4) পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাঙ্ক অনুমোদিত অর্থ দাবিদার (গণ) এর ব্যাঙ্ক একাউন্টে অনলাইনে সরাসরি পাঠিয়ে
দেবেন।
কৃষক বন্ধু প্রকল্পর হেল্পলাইন নম্বর( krishak bandhu scheme
helpline number)
Direct Helpline No.
8597974989
6291720406
Time: 10am – 6pm
For any Query
krishak.bandhu
@ingreens.in
FAQ
Q. কৃষক বন্ধু প্রকল্প নাম লিস্ট ?
Ans: কৃষক বন্ধু প্রকল্প নাম লিস্ট ২০২২ দেখার জন্য matirkatha.net ওয়েবসাইট গিয়ে ভোটার আইডি
নম্বর দিয়ে আপনাদর লিস্ট দেখতে পারবেন ।
Q. কৃষক বন্ধু প্রকল্প চেক করার নিয়ম?
Ans: কৃষক বন্ধু প্রকল্প চেক করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট https://matirkatha.net গিয়ে “নথিভুক্ত
কৃষকের তথ্য” এই অপসন দ্বারা সমস্ত তথ্য চেক করতে পারবেন আপনার কৃষক বন্ধু প্রকল্পের ।
Q. কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাওয়া যাবে?
Ans: কৃষক বন্ধু প্রকল্পের টাকা মে থেকে জুন মাসে খারিফ শস্যের টাকা (বর্ষাকালীন চাষ) এবং
অক্টোবর থেকে এপ্রিল রবি শস্যের টাকা দেয়া হয়ে থাকে ।
Q. কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিনা?
Ans: এই প্রকল্পের টাকা ঢুকছে কি না জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট প্রবেশ করুন “নথিভুক্ত
কৃষকের তথ্য” অপসন এ ক্লিক করুন তারপর ভোটের কার্ড নম্বর দিয়ে সার্চ করলেই Transaction
Status দেখাবে ।