পশ্চিমবঙ্গে বেকারদের আরো স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জী
সূচনা করেন যুবশ্রী প্রকল্প। নথিভুক্ত যুবক যুবতীরা যাতে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের কর্মদক্ষতা
বৃদ্ধি করতে পারেন এবং নিজেদের শিক্ষা চালিয়ে নিয়ে যেতে পারেন সেই উদ্দেশ্যেই এই প্রকল্পের মাধ্যমে
আর্থিক সহায়তা নির্ধারিত করা হয়েছে ।
কর্মহীন যুবসমাজকে আর্থিকভাবে সহায়তা করার জন্যই যুবশ্রী প্রকল্প চালু করেন আমাদের মমতা
বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। হয়তো আপনার শিক্ষাগত যোগ্যতা আছে অথচ আপনি
চাকরি পাচ্ছেন না। অথবা আপনি কোনো সরকারি বা বেসরকারি কোনো কিছু সাথে যুক্ত নেই তাহলে আপনি
যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। যুবশ্রী প্রকল্পের দ্বারা রাজ্যের বেকার যুবক যুবতীদের
আর্থিক সহায়তা করা হয়ে থাকে। এবং আপনি যদি নির্বাচিত হন এই প্রকল্পের জন্য তাহলে আপনি প্রতি
মাসে ১,৫০০ টাকা করে আর্থিক অনুদান পাবেন।

যুবশ্রী প্রকল্প 2025 পশ্চিমবঙ্গে বৃত্তির জন্য অনলাইনে আবেদন করুন
(Yuvashree 2025 Apply Online, Scholarship in West Bengal)
Table of content :
- যুবশ্রী সংখ্যালঘু ছাত্রদের জন্য পশ্চিমবঙ্গ বৃত্তি 2025 (Aikyashree West
Bengal Scholarships for Minority Students)
1.1 যুবশ্রী প্রকল্প কি(what is yuvashree)
1.2 যুবশ্রী প্রকল্প উদ্দেশ্য (yuvashree objective)
1.3 যুবশ্রী প্রকল্পের সুবিধা ও বৈশিষ্ট্য (Benefit and Features of yuvashree)
1.4 যুবশ্রী প্রকল্পের যোগ্যতা( eligibility of yuvashree)
1.5 যুবশ্রী প্রকল্পের নথিপত্র (yuvashree documents)
1.6 যুবশ্রী প্রকল্পের অনলাইন আবেদন(yuvashree online application)
1.7 যুবশ্রী প্রকল্পের হেল্পলাইন নম্বর(yuvashree helpline number)
যোজনার নাম যুবশ্রী প্রকল্প
স্কিমের ধরন স্কলার
টার্গেট করা হয়েছে বেকার যুবকদের জন্য
শ্রেণী স্কলার
অবস্থান পশ্চিমবঙ্গ
Official Website www.employmentbankwb.gov.in
https://employmentbankwb.gov.in/yuvasree.php
হেল্পলাইন 033-22376300
যুবশ্রী প্রকল্প কি (what is yuvashree)?
তথ্য-প্রযুক্তিগত সাহায্যের মাধ্যমে রাজ্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের থেকে তৈরি হয় এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক
আর সেখান থেকেই কর্মসন্ধানীদের জন্য ২০১৩ সালের অক্টোবর মাস থেকে শুরু হয় “যুব-উৎসাহ প্রকল্প”
বা “যুবশ্রী প্রকল্প”। এই প্রকল্পের মাধ্যমে কর্মসন্ধানীদের ভাতা প্রদান করা হয়, নিজেদের দক্ষতা
প্রশিক্ষণ করার উদ্দেশ্য নিয়ে।
২০১৩ সালে যুবশ্রী প্রকল্প চালু হয় বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তার জন্য। যুবশ্রী প্রকল্পের
দ্বারা কর্মহীন যুবসমাজের জন্য প্রতিমাসে নিদিষ্ট অঙ্কের আর্থিক সহায়তা প্রদান করে থাকে পশ্চিমবঙ্গ
সরকার। যুবশ্রী প্রকল্পের আর্থিক সাহায্যে যুবক যুবতীরা নিজেদেরকে কর্মদ্দোগী করে গড়ে তুলতে পারে।
পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী বেকার যুবকদের জন্য নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে “যুবশ্রী প্রকল্পের”
উদ্বোধন করেন এবং উক্ত দিনেই ভারতীয় যুবকদের হাতে ১৫০০ টাকার অর্থসাহায্য প্রদান করা হয় ;
বেকারদের হাতে চেক তুলে দেন তিনি। এই প্রকল্পটি যারা বেকার তাদের জন্য একটি অতি উত্তম মাধ্যম
স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে । প্রত্যেক মাসে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এ জমা পড়বে যুবশ্রী
প্রকল্পের ১৫০০ টাকা।
যুবশ্রী প্রকল্প উদ্দেশ্য (yuvashree objective)
যুবশ্রী প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের অধীনে এবং উদ্যোগে নির্মিত একটি প্রকল্প যা সমাজের
কর্মহীন, কর্ম সন্ধানী এবং বেকার যুবকদের কথা মাথায় রেখে চালু করা হয়েছে। যুবশ্রী প্রকল্পের
এক এবং অন্যতম প্রধান উদ্দেশ্যে হল বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য আর্থিক সহায়তা
প্রদান করা ।যুবশ্রী প্রকল্পের দ্বারা কর্মহীন যুবসমাজকে আর্থিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি
নতুন করে স্বপ্ন দেখবে বেকার যুবক যুবতীদের। যুবশ্রী প্রকল্পে আর্থিক অনুদানে বেকার যুবক
যুবতীরা বছরে ৮ হাজার করে টাকা পেয়ে থাকে।
যুবশ্রী প্রকল্পের সুবিধা ও বৈশিষ্ট্য (Benefit and Features of
yuvashree)
যে কোনো কর্মসন্ধানীরাই এই পদের জন্য আবদেন করতে পারেন। তবে তাঁকে তাঁর যোগ্যতা প্রমাণ
করতে কিছু শর্ত পূরণ করতে হবে, যেমন:
আবেদনকারীকে বেকার ও পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক (www.employmentbankwb.gov.in)-এ “জব সিকার ” (Job Seeker)
হিসাবে আবেদনকারীর নাম নথিভুক্ত থাকতে হবে ;অর্থাৎ যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা
প্রাপ্ত করার জন্য তাঁকে প্রথমে “এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ” ওয়েবসাইটে গিয়ে নিজের একটি
প্রোফাইল বানাতে হবে।
আবেদনকারীকে অন্তত অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে।
আবেদনকারী যে বছরে আবেদন করবেন, সেই বছরের ১ এপ্রিল তারিখ অনুযায়ী তাঁর বয়স হতে হবে
১৮ থেকে ৪৫ বছর।
আবেদনকারী প্রার্থীর নামে রাজ্য বা কেন্দ্রীয় সরকারি স্পন্সর্ড কোনো আর্থিক সহায়তা বা ঋণ
থাকলে তাঁকে এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হিসেবে মনে করা হবে না ।
আবেদনকারীর যদি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এ নাম নথিভুক্ত থাকে এবং আই. টি.আই বা এই ধরনের
কারিগরি শিক্ষা থাকলে এই প্রকল্পে তিনি অগ্রাধিকার পাবেন।
যুবশ্রী প্রকল্পের নথিপত্র (What documents are required for
Yuvashree?)
প্রার্থীর উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ফোটো কপি।
অন্যান্য শিক্ষাগত সার্টিফিকেট থাকলে সেগুলোও জমা দেওয়া বাঞ্ছনীয়।
প্রার্থীর ভোটার আই কার্ড
প্রার্থীর প্যান কার্ড
পারিবারিক আয়ের প্রমানপত্র;
সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র;
CV / বায়োডাটা
আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি;
যুবশ্রী প্রকল্পে বৃত্তির পরিমান:
যুবশ্রী প্রকল্পের অধীনে যদি আপনি আবেদন করেন এবং আপনি যদি এই প্রকল্পের জন্য নির্বাচিত
হন; তাহলে আপনি প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক অনুদান পাবেন পশ্চিমবঙ্গ সরকারের কাছ
থেকে।
যুবশ্রী প্রকল্প 2023 অনলাইন আবেদন (yuvashree prakalpa
apply 2023, yuvashree prakalpa online apply 2023)
প্রথমেই আবেদনকারীকে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে
হবে।
প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট https://www.employmentbankwb.gov.in/ যাবেন
- এরপর “New Enrollment Job Seeker” লেখাতে ক্লিক করুন।
- তারপর অনেকগুলি নির্দেশিকা আসবে সেগুলি ভালো করে পড়ে নিন
এরপর “Accept And Continue” করুন। - এরপর আপনার প্রয়োজনীয় তথ্যগুলো লিখুন এবং নথিপত্র গুলো আপলোড
করে “Submit” button -এ ক্লিক করুন। - Submit হলে সবশেষে রেজিস্ট্রেশন নম্বর পাবেন সেটি লিখে রাখবেন।
- এরপর আপনার নিকটবর্তী Employment Exchange অফিসে ৬০ দিনের মধ্যে
গিয়ে আপনার নথিপত্র গুলো দেখিয়ে প্রোফাইলকে ভেরিফিকেশন করে আসুন।
রেজিস্ট্রেশন করার পর প্রিন্ট বের করে নেবেন।
প্রিন্টটি এবং সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে ৬০
দিনের মধ্যে যেতে হবে।
এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস থেকে একটি ‘User ID’ এবং ‘Password’ দেবে
সেটি নিয়া পুনরায় ওয়েবসাইটে লগইন করে আবেদন করবেন।
আবেদনটি করার পর confirm হলে আবেদনটি করা সফল হবে।
যুবশ্রী প্রকল্প 2023 আবেদন করার পদ্ধতি কি ?offline apply
এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারী ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প দপ্তরে যোগাযোগ করতে
পারেন। ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প দপ্তরে গিয়ে আগ্রহী প্রার্থীরা বিস্তারিত তথ্য জানতে পারবেন।
এছাড়া eadir.msme-wb@nic.in এই আই ডি তে মেইল করে প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে
পারবেন বা কিছু প্রশ্ন থাকলে সেখানে করতে পারবেন।
যুবশ্রী প্রকল্পের হেল্পলাইন নম্বর(yuvashree helpline
number)
033-22376300
যারা যারা যুবশ্রী প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত ভাবে জানতে চান তাঁরা এই লিংকটিতে ক্লিক করতে পারেন
https://employmentbankwb.gov.in/yuvasree.php
Central Management Cell
Employment Bank
67 Bentinck Street (4th Floor),
Kolkata -700069
e mail – employment_bank_wb@wb.gov.in, feedbackempbank@wb.gov.in (for Employers only)
Contact No – 033-22376300
[During office Hours, and Excluding Holidays]
FAQ.
Q. Who is eligible for Yuvashree Scholarship? যুবশ্রী বৃত্তির জন্য কে
যোগ্য?
Ans: তার/তার শিক্ষাগত যোগ্যতা ক্লাস ভিএলএল পাস এবং তার উপরে হতে হবে। যে বছরের 1লা এপ্রিল
তারিখে তাকে এই স্কিমের অধীনে বিবেচনা করা হয় তার বয়স 18-45 বছরের মধ্যে হতে হবে। তিনি/তিনি
আর্থিক সাহায্য নেননি [কোন রাজ্য/কেন্দ্রীয় সরকার স্পনসরকৃত স্ব-কর্মসংস্থান প্রকল্পের অধীনে ঋণ।
Q. যুবশ্রী 2023 এর শেষ তারিখ কি? What is the last date for Yuvashree
2023?
Ans: সর্বশেষ আপডেট: যুবশ্রী স্কিম 2023-এর নতুন ওয়েটিং লিস্ট jobbankwb.gov.in-এ প্রকাশিত
হয়েছে। অপেক্ষমাণ তালিকাভুক্ত প্রার্থীদের 17/04/2023 থেকে 01/06/2023 পর্যন্ত অনলাইনের মাধ্যমে
অ্যানেক্সার I ফর্ম জমা দিতে হবে এবং 01/06/2023 এর মধ্যে অ্যানেক্সার II সহ বৈধতার জন্য কাছাকাছি
এক্সচেঞ্জ অফিসে একটি প্রিন্ট আউট কপি জমা দিতে হবে।
Q. যুবশ্রী প্রকল্পের লাভ কি? What is the benefit of Yuvasree Prakalpa?
Ans: প্রতি বছর রাজ্যের ১ লক্ষ বেকার যুবককে এই ভাতা দেওয়া হবে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী
বেকার যুবকদের জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে “যুবশ্রী প্রকল্প” উদ্বোধন করেন এবং একই দিনে রুপি
আর্থিক সহায়তা প্রদান করেন। ভারতীয় যুবকদের দেওয়া হয়েছিল ১৫০০ টাকা।
Q. যুবশ্রীর মাসিক পরিমাণ কত? What is the monthly amount of Yuvashree?
Ans: যুবশ্রী প্রকল্পের অধীনে, যোগ্য যুবকদের প্রতি মাসে 1500 টাকা বেকার ভাতা দেওয়া হবে।
Q. যুবশ্রী প্রকল্পে কি ভাবে নিজের স্ট্যাটাস চেক করব?
Ans: https://employmentbankwb.gov.in/yuvasree.php -এর সাইট থেকে আপনি “যুবশ্রী প্রকল্পে”
আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন।